আকিদা পুলিশ কবে আবার আমাকে ঝাপটে ধরে আতংকে আছি।
১
মনে করেন মিজানুর রহমান চৌধুরী সাহেব ফেসবুকে অনেক ছবি পোষ্ট করেন, বইও ছাপিয়েছেন, এগুলো ফেসবুকে প্রমোট করেন। রাজনৈতিক কথা বার্তা ইসলাম নিয়ে মাঝে মাঝে টুক টাক মন্তব্যও করেন।
ইসলামিষ্টরা কিন্তু উনার বিরুদ্ধে কখনো লিখে না। উনাকে চিনেও না। উনি ফেসবুকে পাবলিক শেয়ার দিয়ে উনার মেয়ের বিয়ের ছবি দিলেও কোনো মুখোশ উন্মোচিত হয় না।
কেন? কারন Watch who you befriend with. মিজান সাহেবের সার্কেল উনার পরিচিত আত্মিয় কলিগ প্রতিবেশি বন্ধুদের মাঝে।
এরকম লক্ষ মিজান সাহেব আছে ফেসবুকে।
২
তবে আমি এই চক্রে পড়লাম, কখন কি কারনে এবং কবে?
তাকওয়া থাকতে হবে নিজের মাঝে। ফেসবুকের ফ্রেন্ডদের মাঝে কম্পিটিশন করে না। তাও এমন ফ্রেন্ড যাদেরকে আমি চিনিও না।