Post# 1513519339

17-Dec-2017 8:02 pm


Facebook এর ইসলামিষ্ট সার্কেল দিনে দিনে আরো টক্সিক হচ্ছে।


"আগে কি সুন্দর দিন কাটাইতাম!"

আগে হলে বলতাম "এই সব মডারনিষ্ট ইসলামিষ্টদের বই আমি পড়ি না। আমাকে আরেকটু আমল-দার এবং তাকওয়াদারদের জন্য বই দেন।" প্রতিবাদ এখানেই শেষ।

এখন মডারনিষ্টদের মুখোশ উন্মোচন করে অনলাইনে প্রচার প্রপাগান্ডা করা "ঈমানী দায়িত্ব"।

আগে পোষ্টারিং প্রতিবাদ রিজার্ভড ছিলো তসলিমা নাসরিনের বইয়ের বিরুদ্ধে। বাকি মানুষ কলকাতার লিখকদের কত নভেল উপন্যাস কাহিনী পড়তো। এগুলোর বিরুদ্ধে কোনো অন্দোলন হতো না।

এখন নিজেদের সার্কেলের ভেতর থেকে যে ইসলামি বই বের হয় সেগুলো "তসলিমার থেকে আরো বেশি বিপদজনক" কারন এরা "চোরা গুপ্তা" "সুক্ষ্ম ষড়যন্ত্রকারী।"


ইসলামিষ্টদের সার্কেল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি।
ফিতনার শিকড় ছড়াচ্ছে।

যে এর দিকে চোখ তুলে তাকাবে, সেও এই ফিতানায় পড়বে।


কিছু থামানো আমার উদ্যেশ্য না। উদ্যেশ্য হওয়া উচিৎ না।
যদি মনে করি উচিৎ, তবে আমি এই ফিতনার অংশ।

    Comments:
  • যারা বই ছাপিয়েছে, অনুবাদ করেছে আর যারা প্রতিবাদ করছে -- সবাইকে আমি এক সার্কেল হিসাবে দেখি।

17-Dec-2017 8:02 pm

Published
17-Dec-2017