Post# 1513403916

16-Dec-2017 11:58 am


খবর : কাতারের ১০ টার মতো ফাইটার ছিলো। ক্রাইসিস লাগার পরে নতুন ফাইটার কিনে এখন ১০০ টা।

সমস্যা : এগুলো চালাবে কে? উত্তর : সৈনিক ভাড়া করে আনতে হবে। :V

উল্লেখ্য ১৯৭৯ সালে মক্কা ক্রাইসিসের সময়ও ভাড়াটে সৈনিক আনতে হয়েছিলো। ফরাসি ৫ জন এডভাইজার আর পাকিস্তানি ৫০ কমান্ডো ও ৫০০ সৈন্য।

আবারো রিমাইন্ডার সেনাবাহিনী দুর্বল হয়ে গেলে শুধু বিজনেস, পলিটিক্স আর ডিপলোমেসি দিয়ে দেশ রক্ষা হয় না।

    Comments:
  • https://www.defensenews.com/global/mideast-africa/2017/12/15/a-huge-military-buildup-is-underway-in-qatar-but-who-will-man-the-systems/
  • মুসলিমদের অন্তরে ওহান পয়দা হবার কথা যে হাদিস আছে, সেটা বোধ হয় পূর্নতা পাচ্ছে। At its zenith.
  • Immigrants bring in a different set of problems. লক্ষ বাংগালিকে কোনো দেশে নাগরিকত্ব দিলে কিছু দিন পরে হিরো আর নেতা হবার জন্য এরা দাবি দাওয়া নিয়ে আন্দোলন আরম্ভ করবে। বিশ্বাস করবে এটা সোয়াবের কাজ। যারা আন্দোলন করে না তারা গাদ্দার।

    অথচ আরবরা আন্দোলনে বিশ্বাসি না। যারা আন্দোলন করে তাদেরকে মনে করে গাদ্দার। কালচারাল ডিফারেন্স আছে।

16-Dec-2017 11:58 am

Published
16-Dec-2017