Post# 1513343835

15-Dec-2017 7:17 pm


Right Ascension ও Declination কি জিনিস?

এই ছবিতে উপরে নিচে কালো যে দাগটা আছে বড় করে সেটা হলো শুন্য রেখা। এ থেকে ডান দিকে যত দূর সেটাকে বলে Right Ascension. সংক্ষেপে RA

এটা মাপা হয় সাধারনতঃ ঘন্টায়। পুরো গ্লোবটা ২৪ ঘন্টা ধরে। ছবিতে ছোট ছোট দাগ দেয়া আছে।

চাদ সূর্যের Right Ascension বাড়তে থাকে। চাদের RA ছবিতে সাড়ে ১৫ ঘন্টা আর সূর্যের সাড়ে ১৭ ঘন্টা।

আকাশের সব তারকার RA, Dec সবসময় স্থির থাকে। কখনো বদলায় না। তাই এই ম্যপে কোনো তারকার RA, Dec বসিয়ে বলে দেয়া যাবে এই তারাটা এখন ঢাকা থেকে দেখা যাবে কিনা, এবং দেখা গেলে কোন সময়ে কোন দিকে।

যেমন Orion বা কালপুরুষ এর RA হলো ৫ ঘন্টা। Declination 5 ডিগ্রী।
Sirius গ্রহের RA ৭ ঘন্টা, ডিক্লাইনেশন -১৬ ডিগ্রি।

Declination হলো উপরে নিচে কোন জায়গায়। মাঝের লাল দাগ হলো মধ্যরেখা। উপরে পজিটিভ নিচে নেগেটিভ। এটা ডিগ্রি দিয়ে মাপে। উপরে নিচে ৯০ ডিগ্রি করে পুরো গ্লোব উপরে নিচে ১৮০ ডিগ্রি।

এগুলো শিখতে হয়েছিলো নামাজের সময় হিসাবের জন্য এমন এক যুগে যখন মোবাইল ছিলো না। কারো ব্যক্তিগত কম্পুটার ছিলো না। কিন্তু ক্যলকুলেটর ছিলো সবার।

ক্যলকুলেটর দিয়ে হিসাব করে নামাজের সময় বের করতে হতো।

    Comments:
  • চাদ সূর্যের লাইভ RA, Dec এবং আরো কিছু সংখ্যা এই পেইজে পাবেন।

    https://habibur.com/sky/
    https://habibur.com/sky/

  • ^ হয়তো বা। এই ধরনের কথাকে বলা হয় লিপ সার্ভিস। সত্যি সত্যি কি হচ্ছে সেটা সময়ের সাথে সাতে দেখা যাবে ইনশাল্লাহ।

15-Dec-2017 7:17 pm

Published
15-Dec-2017