Post# 1513330185

15-Dec-2017 3:29 pm


ইব্রাহীম সাহেবের আখিরুজ্জামান সংক্রান্ত বক্তব্য প্রসংগে:


প্রথম কথা হলো ২০১০ এর দিকে আওলাকি, ইমরান নজর হোসেন উনাদের বক্তব্য নেটে এসেছিলো কিন্তু শোনার মত ধর্য্য বা এটেনশন স্পেন আমার কখনো হয় নি। বিচ্ছিন্ন টেনে টেনে যদি দেখে থাকি তবে খারাপ কিছু চোখে পড়ে নি।


এখন কাজী ইব্রাহিম সাহেবের লেকচারগুলো জনপ্রীয়তা পাচ্ছে, কিন্তু সমস্যা একই। আমার ADHD, Attention deficit hyperactive syndrome. শোনার মত ধর্য্য নেই। তাই এই ব্যপারে কমেন্টে করতে পারছি না।

এবং কমেন্ট করার মত কিছু নেই। কারন উনি আমার থেকে কম জানেন না। আমার অপশন শুধু কারো কথা গ্রহন করা বা না করা।


এগ্রি করি বা না করি, ইব্রাহিম সাহেবকে আমার ভালো লাগে। সাদা মনের মানুষ। এরকম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকেও আমি সাদা মনের মানুষ হিসাবে বিশ্বাস করি। যে ভাষায় কথা বলুক না কেন।

Hate mongering ভিন্ন জিনিস যেটা ভিন্ন কিছু লোকদের মাঝে দেখতে পারি। নাম দিলাম না, কারন তাহলে আমি নিজেই hate monger হয়ে যাবার সম্ভাবনা আছে। :V


ধর্য্য ধরে পুরো বক্তব্য শুনে শিক্ষামূলক কথা যে কয়েকজনের থেকে পেয়েছি, তাদের একজন হলেন আমেরিকার শায়েখ হামজা ইউসুফ। উনিও একসময় আখিরুজ্জামান নিয়ে কিছু বলতেন। কিন্তু মধ্যপ্রাচ্যের বিদ্রোহী দলগুলো উঠার পর থেকে বন্ধ করে দিয়েছেন।

15-Dec-2017 3:29 pm

Published
15-Dec-2017