Post# 1513318825

15-Dec-2017 12:20 pm



কাজী ইব্রাহিম আর আমাদের ফারাজী সাহেব এক মঞ্চে বক্ততা দেবেন, এহেন পোষ্টারের ছবি দেখে এর আয়োজকদের এক হাত নিয়ে একটা Fun post দিতে চেয়েছিলাম।

ভাগ্যিস দেই নি। দুইজন এক মঞ্চে বক্তিতা দিয়েছেন আজকে শুনলাম।


মাঝে মাঝে চিন্তা করি আহলে হাদিসগন যদি "হাম্বলি মাজহাব" নামে এই একই ফিকাহ প্রচার করতেন তবে দেশে তারা আরো বেশি সাফল্য পেতেন। কারন হাম্বলি-সালাফিতে মাসলা মাসায়েলে তেমন কোনো পার্থক্য নেই।

পার্থক্য হলো সালাফিদের মতে বাকি সব মাজহাব বাতেল। হাম্বলিদের মতে সবগুলোই ঠিক, তবে তাদেরটা আরো বেশি ঠিক। অন্যান্য মাজহাবের বিশ্বাস একই।


১৯৭৯ সালের সৌদি সরকারি পজিশন হাম্বলি ছিলো। আলেমরা ছিলো সালাফি। এর পর কাবা দখলের ঘটনা ঘটে। আলেমদের সাথে নেগোশিয়েশন হয়। সরকার সালাফি পজিশনে আসে।

এর পর ২০০০ সালের পর সৌদি আলেমগন আবার হাম্বলি ফিকাহর নিয়মগুলো হাম্বলি ফিকাহ নামেই প্রচার আরম্ভ করেন। "কোরআন-হাদিসের থেকে এটাই একমাত্র মত" এরকম না।

২০০০ সালের বিশেষ ঘটনা হলো ঐ এক বছরে শায়েখ ইবনে বাজ, উথাইমিন এবং আলবানী রাহি: মারা যান।


Time flies. এখন সৌদি সরকার চলে যাচ্ছে মডারেট ইসলামে।

15-Dec-2017 12:20 pm

Published
15-Dec-2017