প্রশ্ন : "এহইয়ায়ে উলুমুদ্দিন পড়া আমার উচিৎ হবে কিনা?"
নির্ভর করে আপনার মাজহাব, মানহাজ দলের উপর। তাই কার কার মতে কিতাবটা পড়া যাবে - যাবে না সেটা উল্লেখ করছি।
হানাফি : পড়া যাবে।
সালাফি : পড়া যাবে না।
এর বাইরে প্রতিটা দল তাদের ফলোয়ারদের এই বইয়ের ব্যপারে কিছু ডিরেকশন দিয়ে রাখে। এবং অধিকাংশ দল ফলোয়ারদের না পড়ার জন্য বলে। আমি প্রতিটা দলের নাম ধরে এখানে লিখে দিতে চেয়েছিলাম কার মত কি ও কেন। কিন্তু এরকম নাম দিলে অনেকে কষ্ট পান বলে দিলাম না।
তাই নিজ-নিজ দল মত জেনে সেভাবে অপনাকে আমল করতে হবে।
হানাফি/দেওবন্দি আলেমদের সম্মিলিত মত যদি বইটা না পড়ার ব্যপারে হয় তবে আমাকে জানাবেন। নচেৎ বিচ্ছিন্ন আলেমদের মত গ্রহন করা আমার জন্য জরুরী না, এবং আপনার যুক্তিগুলোতে আমার কোনো উপকার নেই।