Post# 1512956075

11-Dec-2017 7:34 am


ফিতনা: Self Reminder

- বিরোধিদের সব কথার জবাব দেবার দরকার নেই।

- "ফিতনার সময় হকের প্রচার আমার দায়িত্ব" -- আমি ফিতনায় পড়ে যাবো।

- "এ দ্বারা সোয়াব হবে" -- আমি ফিতনায় পড়ে যাবো।

- বন্ধুত্ব রাখার দরকার নেই। তাদের যুক্তি শোনার দরকার নেই। তারা কি বলে জেনে কাটানোর দরকার নেই।

ব্যসিক্যলি যে কেউ ফিতনায় পড়ে গিয়েছে বলে ধারনা হবে, তাকে ব্লক করে রাখতে হবে যেন তার আইডলজি একটিভিটিতে এক্সপোজড হয়ে আমিও ফিতনায় না পড়ে যাই।

নিজেকে থাকতে হবে তার উপর যার উপর আমি ফিতনার আগে ছিলাম।

    Comments:
  • জবাব দেয়া হয় নি:
    "ফিতনার আগে বলতে কখন বুঝায়?"
  • ^ প্রথম কমেন্টে এটা বলা আছে।

11-Dec-2017 7:34 am

Published
11-Dec-2017