প্রথম কথা হলো: প্রার্থনা আর দোয়া এক নারে ভাই। /sarcasm.
দ্বিতীয় কথা: কোনো মুসলিম যদি মন্দিরে যায় পুজা দিতে তবে তার কাজের পক্ষে বা বিপক্ষে যুক্তি খুজতে আমরা কিতাবে "আল-আলা ওয়াল বারা" নামে কোনো চ্যপ্টার আছে কি নেই সেটা খুজি না। কিতাবের প্রথম চ্যপ্টার পড়ি। আলা-বারা সংক্রান্ত সবকিছু মন্দিরে ঢুকার আগে শেষ।
তৃতীয় কথা হলো, দাবি উঠেছে কাকরাইলের উলামা এডভাইজার কমিটিকে শুরা কমিটি বানানোর। বা এর কাছা কাছি কিছু। তবে কি শায়েখের বয়ান আমরা মিম্বর থেকে শুনতে পারবো? /sarcasm
চতুর্থ কথা: আমি বলে দিলাম সোফিয়া আপু দেশে যে স্টাইলে প্রশংসা করেছে, এই রকম প্রশংসা যদি সৌদিতেও গিয়ে তার বাদশাহদের করতে পারে তবে, কে জানে, সৌদি বাদশাহ খুশিতে হয়তো তাকে নাগরিকত্বই দিয়ে দিবে।
কি? অলরেডি পেয়ে গিয়েছে? ও আচ্ছা। /sarcasm.