Post# 1512868636

10-Dec-2017 7:17 am



এক ইয়াহুদী এসে রাসুলুল্লাহ ﷺ কে বলল

: হে আবূল কাসিম! আপনার এক সাহাবী আমার মুখে আঘাত করেছে।
: কে?
: একজন আনসারী।
: তাকে ডাক।

এর পর তাকে জিজ্ঞাসা করলেন,
: তুমি ওকে মেরেছ?
: আমি তাকে বাজারে শপথ করে বলতে শুনেছিঃ শপথ তাঁর, যিনি মূসা (আলাইহিস সালাম) কে সকল মানুষের উপর ফযীলত দিয়েছেন। আমি বললাম, হে খবীস, বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরও কি? এতে আমার রাগ এসে গিয়েছিল, তাই আমি তার মুখের উপর আঘাত করি।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
: তোমরা নাবীদের একজনকে অপরজনের উপর ফযীলত দিও না। কারণ, কিয়ামতের দিন সকল মানুষ বেহুঁশ হয়ে পড়বে। তারপর যমীন ফাটবে এবং যারাই উঠবে, আমিই হব তাদের মধ্যে প্রথম। তখন দেখতে পাব মূসা (আলাইহিস সালাম) আরশের একটি পায়া ধরে দাঁড়িয়ে আছেন। আমি জানিনা, তিনিও বেহুঁশ লোকদের মধ্যে ছিলেন, না তাঁর পূর্বেকার (তুর পাহাড়ের) বেহুঁশীই তাঁর জন্য যথেষ্ট হয়েছে।

সহীহ বুখারী - ২২৫২


ক্রয়-বিক্রয়ের ব্যাপারে এক ব্যাক্তিকে ধোঁকা দেওয়া হত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন বেচা-কেনা কর তখন বলে দেবে যে,
لاَ خِلاَبَةَ
অর্থাৎ, ধোঁকা দিবে না।
এরপর সে এ কথাই বলত।

সহীহ বুখারী - ২২৫৪


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মাজলুম।

তিনি (আনাস) বললেন, ইয়া রাসূলাল্লাহ! মাজলুমকে সাহায্য করব, তা তো বুঝলাম। কিন্তু জালিমকে কি করে সাহায্য করব?

তিনি বললেন, তুমি তার হাত ধরে তাকে বিরত রাখবে (অর্থাৎ তাকে যুলুম করতে দিবে না)।

সহীহ বুখারী - ২২৮২

    Comments:
  • ^ এক জিনিস। দুটোই ইংরেজিত Melamine. উচ্চারন বিদেশিরা করে মেলামিন, বাংলাদেশে মেলামাইন।
    যদিও দেশের ম্যলামাইন কম্পানিগুলো অস্বিকার করে বলে দুটো এক না।

10-Dec-2017 7:17 am

Published
10-Dec-2017