Wishful Thinking আর Reality এর মাঝে পার্থক্য আছে।
১
wishful thinking হলো আমি চাই কি হোক।
reality হলো প্রকৃতপক্ষে যা হচ্ছে, বা যা হবার সম্ভাবনা বেশি।
প্রেকটিক্যল লোকেরা reality নিয়ে কথা বলে। নেতা-কর্মি-মুখপাত্ররা wishful thinking নিয়ে ব্যস্ত থাকে। পার্থক্য আছে।
Reality হয় তিক্ত যেটা wishful thinker রা মানতে পারে না। মেজাজ চড়ায়। বক্তাকে অক্রমন করে।
২
দুটো দু জগতের জিনিস। তাই আলাদা রাখা ভালো।
একটা বয়সের পরে propaganda তে মানুষ প্রাভাবিত আর হয় না। বহু বার ঠকেছে। ঐ একই কথা বারবার শুনেছে, বহু দল থেকে।
কিন্তু নবিনরা প্রথম শুনছে তাই মনে করে এগুলো নতুন কথা: জাগরনি টাইপের।
৩
wishful thinking এর বয়সে wishful think করা ভালো। এটা স্বপ্ন দেখার বয়স। সেই বয়স পার হয়ে যাবার পর এই শ্রেনিতে তেমন কেউ থাকে না। সুযোগ সন্ধানী দুই চার জন ছাড়া।
৪
কোনো দলে দেখছি বয়স্ক কেউ নেই। সবাই নবিন?
Poor wishful thinkers! Let them be.
তাদের স্বপ্ন ভেঙ্গে লাভ নেই।