Post# 1512845237

10-Dec-2017 12:47 am


Wishful Thinking আর Reality এর মাঝে পার্থক্য আছে।


wishful thinking হলো আমি চাই কি হোক।
reality হলো প্রকৃতপক্ষে যা হচ্ছে, বা যা হবার সম্ভাবনা বেশি।

প্রেকটিক্যল লোকেরা reality নিয়ে কথা বলে। নেতা-কর্মি-মুখপাত্ররা wishful thinking নিয়ে ব্যস্ত থাকে। পার্থক্য আছে।

Reality হয় তিক্ত যেটা wishful thinker রা মানতে পারে না। মেজাজ চড়ায়। বক্তাকে অক্রমন করে।


দুটো দু জগতের জিনিস। তাই আলাদা রাখা ভালো।

একটা বয়সের পরে propaganda তে মানুষ প্রাভাবিত আর হয় না। বহু বার ঠকেছে। ঐ একই কথা বারবার শুনেছে, বহু দল থেকে।

কিন্তু নবিনরা প্রথম শুনছে তাই মনে করে এগুলো নতুন কথা: জাগরনি টাইপের।


wishful thinking এর বয়সে wishful think করা ভালো। এটা স্বপ্ন দেখার বয়স। সেই বয়স পার হয়ে যাবার পর এই শ্রেনিতে তেমন কেউ থাকে না। সুযোগ সন্ধানী দুই চার জন ছাড়া।


কোনো দলে দেখছি বয়স্ক কেউ নেই। সবাই নবিন?
Poor wishful thinkers! Let them be.
তাদের স্বপ্ন ভেঙ্গে লাভ নেই।

10-Dec-2017 12:47 am

Published
10-Dec-2017