Post# 1512779961

9-Dec-2017 6:39 am


Collected from শায়েখ মিজান হারুন:

২. ভয়ংকর কিছু ঘটার আগে নিশ্চিদ্র একটা নীরবতা বিরাজ করে। সুনামির আগেও প্রকৃতিতে ভয়ংকর একটা থমথমে অভিমান দেখা যায়। মুসলিম উম্মাহর অবস্থাটাও তেমন। মলম দেয়ার জায়গা নেই। কুদস থাকলেও কি না থাকলেও কি। এর চেয়েও ভয়ংকর কিছু হতে পারে। বিবৃতি, মিছিল-মিটিং, হুংকার, মানববন্ধন, রচনা, বক্তৃতা লোকসর্বস্ব ওসব কিছুতে কিছু হবে না। তাহলে মুসলমানরা কী করবে? কিছুদিন নীরব থাকুক। দেখুক পৃথিবীর রবের ফয়সালা কী?

৩. কিন্তু এমন নির্লিপ্ত বসে থাকাটা কি ইসলাম সমর্থন করে? এত চুলকালে আপনিই বলুন করবে টা কি? ফেসবুক-টুইটারে পোস্টাবে? মানব-বন্ধন করবে? ইসরাঈল দূতাবাস ঘেরাও করবে? উদ্দেশ্য কী? বিশ্বনেতাদের আপনাদের অসন্তোষের কথা জানান দেয়া। ওরা কি জানে না যে আপনারা অসন্তুষ্ট? ৭০ বছর ধইরা চাপা পিটাইতাছেন। কোটি কোটি টাকা খরচ কইরা আন্তর্জাতিক সেমিনার আর কূটনৈতিক তৎপরতা চালাইছেন। ফলাফল শূন্য। এইবার একটু চুপ কইরা বইসা থাকেন।

......

9-Dec-2017 6:39 am

Published
9-Dec-2017