১
আজকে দেখলাম কাকরাইলের গেইটে পাচ পুলিশ পাহারায়। এখন সব সময়ই থাকে। পকেট গেট শুধু খোলা থাকে। একজন শক্ত সাথি লাঠি হাতে দাড়িয়ে এর পাশে।
২
বাইতুল মুকাররমে একসময় জুম্মা পড়তাম রেগুলার। এর পর পুলিশ পাহারা, সার্চ আরম্ভ করার পর বাদ দিয়েছি।
৩
ঈদের নামাজ পড়তাম জাতীয় ঈদগাহে। এটাও যে বছর থেকে মেটেল ডিটেকটর বসিয়ে, লাইন ধরিয়ে সার্চ আরম্ভ করেছে, তার পরের বছর বাদ দিয়েছি।
৪
মডারেট মুসলিম হিসাবে রাজারবাগীর মসজিদেও অনেকবার নামাজ পড়েছি। যদি ওয়াক্ত হয়ে যায় আর আমি ঐ রাস্তায় থাকি তখন। সেখানেও পাহারা বসানোর পর বাদ।
৫
মসজিদে সকলের প্রবেশের অনুমতি জুম্মার একটা শর্ত। নয়তো হবে না। হানাফিতে। মাসলা পড়েছি।
প্রশ্ন ছিলো: ক্যন্টনম্যন্টের মসজিদে কি তাহলে জুম্মা হবে?
৬
কাকরাইল মসজিদে আগে নামাজের জন্য যেতাম। এখন ভয় এজেন্ট ধারনা করে আবার না কেউ যেরা আরম্ভ করে।