Post# 1512668223

7-Dec-2017 11:37 pm



আজকে দেখলাম কাকরাইলের গেইটে পাচ পুলিশ পাহারায়। এখন সব সময়ই থাকে। পকেট গেট শুধু খোলা থাকে। একজন শক্ত সাথি লাঠি হাতে দাড়িয়ে এর পাশে।


বাইতুল মুকাররমে একসময় জুম্মা পড়তাম রেগুলার। এর পর পুলিশ পাহারা, সার্চ আরম্ভ করার পর বাদ দিয়েছি।


ঈদের নামাজ পড়তাম জাতীয় ঈদগাহে। এটাও যে বছর থেকে মেটেল ডিটেকটর বসিয়ে, লাইন ধরিয়ে সার্চ আরম্ভ করেছে, তার পরের বছর বাদ দিয়েছি।


মডারেট মুসলিম হিসাবে রাজারবাগীর মসজিদেও অনেকবার নামাজ পড়েছি। যদি ওয়াক্ত হয়ে যায় আর আমি ঐ রাস্তায় থাকি তখন। সেখানেও পাহারা বসানোর পর বাদ।


মসজিদে সকলের প্রবেশের অনুমতি জুম্মার একটা শর্ত। নয়তো হবে না। হানাফিতে। মাসলা পড়েছি।

প্রশ্ন ছিলো: ক্যন্টনম্যন্টের মসজিদে কি তাহলে জুম্মা হবে?


কাকরাইল মসজিদে আগে নামাজের জন্য যেতাম। এখন ভয় এজেন্ট ধারনা করে আবার না কেউ যেরা আরম্ভ করে।

7-Dec-2017 11:37 pm

Published
7-Dec-2017