Post# 1512662308

7-Dec-2017 9:58 pm


ম্যলামাইনের বাসন কোসন যেভাবে তৈরি করে।

ব্যসিক্যলি ম্যলামাইনের গুড়া পাউডার রেখে একটা হাইড্রলিক প্রেস দিয়ে চাপ দেয়। প্লেট হয়ে যায়।

ডিজাইনের জন্য ছবি আকা আরেকটা প্লাসটিকের কাগজ এর উপর রেখে আরেকবার চাপ দিয়ে সেটা স্টিক করে দেয়।

ম্যনুয়াল প্রোসেস। বেশি টেকনলজি নেই।

বাই দা ওয়ে। ম্যলামাইন মাইক্রোওয়েভ-সেইভ না। আর মেলামাইনের গুড়া, গুড়া-দুধের সাথে ভেজাল হিসাবে মিশানোর পর চীনে ৩ লক্ষ বাচ্চা অসুস্থ হয়। ৫০ হাজারকে হাসপাতালে ভর্তি করে। ৬ জন মারা যায়।

মাইক্রোতে না দিলে ম্যলামাইনে রিস্ক অনেক কম।

https://www.youtube.com/watch?v=UpnhlOheItg&t=40s

    Comments:
  • যেটা বিস্তারিত জানতে চান, গুগুল করে পাবেন।
  • ^ এটার উপর সুযোগ পেলে কালকে কিছু বলবো ইনশাল্লাহ।
  • ^ collected :-P এত কঠিন আরবী লিখার সামর্থ আমার নেই। পড়লে বুঝি।
  • আমি মনে করেছিলাম আপনি শেষ লাইনের বি-আন্না -এর কথা বলছেন।

7-Dec-2017 9:58 pm

Published
7-Dec-2017