Post# 1512485837

5-Dec-2017 8:57 pm


মডারেট মুসলিমদের জন্য:

"এরা কারা?"

যারা ইসলামের মাঝে মধ্যপন্থায় চলতে পছন্দ করে।

"এটা ভালো নাকি খারাপ?"

ভালো।

"কিন্তু আমরা যে বুঝি মডারেট মানে ইসলামের আইন কানুন যারা মানে না তারা।"

Term টার use case context অনুযায়ি বদলাতে পারে। যেমন Fundamentalist কথাটা দিয়ে একেক জন একেক জিনিস বুঝায়। মডারেট শব্দটার ইংরেজি অর্থ মধ্যপন্থা -- আমি সেটা নেই।

"ঠিক আছে। মডারেটরা কিসে হ্যা, আর কিসে না সেটা বলেন, তাহলে বুঝবো।"

That depends. মুসলিমদের মাঝে একেক গ্রুপের লোকেরা মডারেট বলতে একেক জিনিস বুঝে।

"আপনি কি মডারেট?"

হ্যা।

"Moving goalpost hypothesis দিয়ে যারা মডারেট মতাদর্শের অনুসারিদের বিভ্রান্ত ঘোষনা করে তাদের ব্যপারে আপনি কি বলবেন?"

Deep question.

5-Dec-2017 8:57 pm

Published
5-Dec-2017