Post# 1512292258

3-Dec-2017 3:10 pm


শুধু একটা জেলা: ময়মনসিং।

গত বছর বিয়ে হয়েছে ২০ হাজার। বিচ্ছেদ রেজিস্ট্রেশন ৫ হাজার। মানে ৪ টাতে একটা বিয়ে ভেঙ্গে যায়। এবং ৭০% ক্ষেত্রে তালাক দেয় মেয়েরা। সারা দেশে এই অবস্থা।

রিমাইন্ডার : কিছু মেয়ে দেনমোহরের ব্যবস্যায় নেমেছে। বিয়ে করে কিছুদিন পরে তালাক দিয়ে মামলা ঠুকে দেনমোহরের ১০-১৫ লাখ টাকা নিয়ে পলাবে।

এভাবে ৫-১০ বছর অন্তর অন্তর চলতে থাকে। কিছু দিন পরে মেয়ে বড়লোক। হাজবেন্ড লাগে না।

তালাক দেবার পরে কি করে না করে সেগুলো বলতে চাচ্ছিলাম। কিন্তু Politically correct (PC) থাকার জন্য বললাম না।

সাধু সাবধান।

লিংক ১ম কমেন্টে।

    Comments:
  • https://www.jagonews24.com/country/news/384451
  • FAQ:
  • আপনি যে শুধু মেয়েদের দোষ ধরছেন। ছেলেদের মনে হয় কোনো দোষ নেই?
    উত্তর: ছেলেরা সাধু। দোষ ধরার কিছু নেই।
  • ^ দোয়া রইলো। আগে থেকে এখানে বুঝার কিছু নেই। শুধু সাবধানতার জন্য সাবধানতা।

3-Dec-2017 3:10 pm

Published
3-Dec-2017