১
স্কুলে থাকতে জুম্মার খুতবা শুনতাম। "খাইরুম্মাতি কারনী...।"
ধারনা করতাম বলছে হয়রত ওয়ায়েস করনী রাহি উম্মতের মাঝে শ্রেষ্ঠ।
কিতাবে পড়তাম সাহাবা কিরাম পরে উম্মাহর মাঝে শ্রেষ্ঠ হলেন ওয়ায়েস করনী। মিলে।
এক পত্রিকায়: "জুম্মার খুতবায় বলা হয় খাইরু.... এখানে কারনী মানে সেই বুজুর্গ।" লিখক আলেম ছিলেন না।
পরে জেনেছি, "কারনী" মানে করন-যুগ। অর্থ "আমার যুগের উম্মাহ শ্রেষ্ঠ, এর পর তাদের পরবর্তি, এর পর তাদের পরবর্তি।"
২
ইলমের জন্য আলেমগন। অন্য জায়গায় সময় নষ্ট হবে।