Post# 1506767150

30-Sep-2017 4:25 pm


আখিরুজ্জামান নিয়ে যত রেফারেন্স পেয়েছি তার মাঝে দ্বিতীয় সবচেয়ে কমন রেফারেন্স হলো "আল-কাউলু আল-মুখতাসির ফি আলামাত আল-মাহদি আল-মুনতাদির"

ইবনে হাজার আল হাইতামির লিখা। উনি শাফি মাজহাবের ইমামদের একজন। ১০০০ হিজরির আশে পাশের সময়ে। মোটামুটি রিসেন্ট। অনেক রিসোর্স ঘেটে সব একত্রিত করেছেন।

এটার আরবী পিডিএফ নেটে আছে। বাংলা-ইংরেজি কোনো অনুবাদ নেই।

সংক্ষিপ্ত বই, কিন্তু তথ্যবহুল, যে কারনে এটার রেফারেন্স সবাই টানে।

এর অনুবাদ করার ইচ্ছা আছে। কিন্তু যদি প্রকাশ্য দিবালোকে এই কাজ করা আরম্ভ করি, তবে মার্কড হয়ে যাবো। :V

তাই প্লেন করছি অল্প অল্প করে দেবো। এবং অস্পষ্টতা রেখে। যেন যার যা জানার দরকার নেই সে সেটা নিয়ে উত্তেজিত না হয়ে পড়ে।

As usual যা কিছু না বুঝবেন স্কিপ করে যান। সব কিছুর সাথে এগ্রি করার দরকার নেই। সমস্যা বাড়বে।

30-Sep-2017 4:25 pm

Published
30-Sep-2017