মুরজিয়া:
১
ছোট বেলার কথা। ক্লাস ফাইভে পড়ি।
পুরানো একটা দোয়ার বই পড়ছিলাম। আধা পৃষ্ঠা লম্বা একটা দোয়া পেলাম। নিচে লিখা "কেউ এই দোয়া একবার পড়লে এত শহিদ, এত হজ্জ, এত দান, সমস্ত গুনাহ, তার হাশর হবে এদের সাথে, এই সম্মান পাবে..." অনেক বর্ননা।
এর পর দ্বিতীয় দোয়া। এর নিচে উপরের মত বর্ননার সাথে এডেড, "...কেউ যদি এই সোয়াব অবিশ্বাস করে তবে সে কাফের।"
এর পর তৃতীয় দোয়া। তার নিচে লিখা, "...এর অস্বিকারকারী কাফের। অস্বিকারকারীদের যদি কেউ কাফের মনে না করে তবে সেও কাফের।"
আমার প্রথম মুরজিয়া ট্যগ খাওয়া। 8-)
২
আচ্ছা মুরজিয়াদের যারা মুরজিয়া বলে স্বিকার করে না তারাও কি মুরজিয়া?