লাইভ খুতবার লিংক দিলাম না। কিছুক্ষন পরে অবসুলেট হয়ে যাবে।
বদলে এই বছরের একটা খুতবা পোষ্ট করলাম। খুতবার বিষয় : তৌবা, এস্তেগফার, আল্লাহর ক্ষমা, এ সংক্রান্ত হাদিস, কি বলে মাফ চাইবো, চাইলে আল্লাহ তায়ালা কিভাবে ক্ষমা করবেন এবং অনেক অনেক বর্ননা নিয়ে।
আমার আরবী শেখার একটা বড় অংশ ছিলো এই রকম খুতবা শুনতে শুনতে শুনতে - বুঝি বা না বুঝি। শেষে হাদিসের রেওয়ায়েতগুলো মুখস্ত হয়ে যায়। অর্থগুলো কিছু কিছু বুঝে চলে আসে।
বেসিক আরবী জানা থাকতে হবে। এটা যে কেউ শিখে নিতে পারে। ছোট বাচ্চারাও।