প্রতিটা দলের নিজস্ব ব্যখ্যা আছে। সবসময় ছিলো।
"তারা দাওয়াহ দেয় না সেকারনে।"
অথচ বার্মার মুহাজিরদের মাঝে আমি দেখছি মাদ্রাসা, পর্দা বা তবলিগের কাজ আমাদের থেকে কম না।
"তারা জিহাদ করে না বলে।"
আমি দেখছি জিহাদী দলগুলো একের পর এক হেরে যাচ্ছে। আর উম্মাহর দুর্ভোগ বাড়াচ্ছে। এর পরের বারও কি পরাজিত হবে? যে কারনে এখন পরাজিত হচ্ছে? পরাজয়ের কারন বের করতে পেরেছে?
"তাদের মাঝে তাসাউফ নেই বলে।"
লর্ড ক্লাইভ, খিজির আর এক বুজুর্গের দোয়ার ঘটনার বর্ননা মনে পড়ে। বর্ননা সত্য ধরলে এটা আমাদের তকদির।
"আমরা ইসলামকে দলে দলে ভাগ করেছি বলে।"
হাসন আলী নদভীও এই কারনটাই উল্লেখ করেছেন। প্রতিটা পতনের ঘটনার বর্ননার সাথে।
দলে দলে বিভক্ত না হতে চাইলে, কোন দলের নিচে সবাইকে এক হতে হবে?
- Comments:
- FAQ:
"খিজিরের ঘটনা মিথ্যা, ইহুদিদের...."
এই পয়েন্টটা আপনার জন্য না। - //যেটাকে শাস্তি বলছি// <-- আপনি শাস্তি বলছেন? আমি যে শাস্তি বলি নি সেটা বুঝতে পেরেছেন?
- এখানে সুযোগ নেই। এর আগে যারা জানতে চেয়েছিলো তাদের কমেন্ট মুছে দিয়েছি।
- Agree. তবে অভারঅল কংক্লুশন লাষ্ট দুই লাইনে।
- I got your point as: When you have an option to learn Fiqh directly from some living scholars. Or have the option of learning authentic hadith from some living scholars -- then learning hadith will take to closer to original sources, than learning the fiqh.
If that is correct.