Post# 1506525040

27-Sep-2017 9:10 pm



রবীন্দ্র সংগীত চর্চা দেখেছেন?
কত কষ্ট করে সুর তাল লয় ঠিক করে?
কোথায় থামবে, কতক্ষন?
বাড়া বাড়ি মনে হয় আপনার কাছে?

আচ্ছা। মাদ্রাসায় যখন বাচ্চারা বহু কষ্ট করে কোরআন শরিফের উচ্চারন মাখরাজ কিরাত ঠিক করে, সে সম্পর্কে আপনার ভাবনা কি?


মানসিক শান্তি শুধু রবীন্দ্র সংগীতে না। ধ্যনের মাঝে আছে। আত্মিক উন্নতি। বুদ্ধদের ধ্যন দেখেছেন?

    Comments:
  • এখানে সম্ভবতঃ আপনি ইমপ্লাই করছেন সহি রেওয়াতে ৫-৬ জন রাবি পার হয়ে যে হাদিসগুলো আমাদের কাছে পৌছছে সেগুলোর অনুসরন করলে আমরা তাবেয়িনদের থেকে বেশি উৎসের কাছে যেতে পারবো। ঠিক?

27-Sep-2017 9:10 pm

Published
27-Sep-2017