Post# 1506388171

26-Sep-2017 7:09 am


তালাকের ব্যপারে কেউ যে কোনো মাসলা জিজ্ঞাসা করলে চুপ করে যেতে হয়।


একেবারে চুপ।

"আমি জানতে চাচ্ছি!" -- তাও চুপ।
"জানতে চাওয়া কোনো অপরাধ না" -- তাও চুপ।
"জানালে আপনার সমস্যা কি?" -- তাও চুপ।

মাদ্রাসায় গিয়ে আলামদের জিজ্ঞাসা করো। একেবারে বেসিক কোনো কোশচেন হলেও।


এর কারন হলো সে তার প্রশ্নের উত্তর জানে। বহু জনকে অলরেডি জিজ্ঞাসা করেছে। কিন্তু ফতোয়া তার মন মত হচ্ছে না।

আপনার কাছে সে তার পছন্দ মত কথার ভেলিডেশন চায়। অন্তরের শান্তি খুজছে।

এর বিপরিতে সে যতই বলুক না কেন "ভাই আপনাকে আমার রিলায়েবেল মনে হয়, তাই আপনার কাছে জিজাসা করছি।"

সবার একই কেইস। কোনো এক্সেপশন নেই।


"ভাই আমি শুনেছি..."
"কিন্তু আমি জানি..."
"একজন আমাকে বললো..."

পলাও।

26-Sep-2017 7:09 am

Published
26-Sep-2017