১
ফেসবুকে ইসলামিস্টদের মাঝে অনেক দল, অনেক দঙ্গল।
কোনো একটা দলের পক্ষ না নিয়ে সেখানে নিউট্রাল থাকার মত ব্যবস্থা নেই।
২
হকের গন্ডিকে আন্যদের চেয়ে আমি অনেক প্রশস্ত করে দেখি। নামাজ-রোজা মূল পাচ কাজে কেউ যদি নিজেকে সিমাবদ্ধ রাখতে চায় তবে তার বিভেদে যাবার দরকার হয় না।
৩
মাঝ পথে চলার উপায় কি?
উত্তর, অন্যদের তাকফির থেকে নিজেকে বাচিয়ে রাখা।
দেখলাম এটাও আর সম্ভব না।
"যে বললো আমি জানি না আল্লাহ আসমানে নাকি জমিনে তবে সেও কাফের"
"এক্সপ্লিসিটলি বলতে হবে আপনি আমাদের দলে, নয়তো আপনি কাফের।"
৫
এরা কেউ আমার বিচারক না। হাশরের মাঠেও বিচারক হবে না। উকিলও না। শুপারিশকারীও না।
উল্টো এরা আমার পরিক্ষা।
৬
এ পরিক্ষার ভেতর দিয়ে কি আমাকে যেতেই হবে?
উত্তর, না। আমার চয়েস।
তবে কখন আমি এই পরিক্ষায় জড়ালাম? কেন?
৭
হয়তো আমি ফেইমের পেছনে পড়েছিলাম।
বা অতি নম্রতার পেছনে। Being the yes-man.
এখন তৌবার উপায় আছে?
আছে, মাথা নিচু কর।
সবগুলো ইসলামিষ্ট সার্কেল থেকে বেরিয়ে আসো।
And be yourself.
পারবে?
- Comments:
- নিচের প্রসংগগুলো কভার করা হয় নি:
"আসমানে জমিনে নিয়ে আপনি যে উক্তিটা করেছেন তার অর্থ এটা না, এখানে পড়ে দেখতে পারেন এটা কি প্রসংগে"
"এগুলো ভুল কিন্তু কেউ তাদের কাফের বলে না। একজন দেখান যে কাফের বলেছে।"