Post# 1506326503

25-Sep-2017 2:01 pm


কারো বিপদ দেখলে কি মনে হয় যে এরকম বিপদে আমি পড়লে কি হতো? আল্লাহ তায়ালা আমাকে বাচিয়েছেন!

এই সময়ে হামদ পড়ার একটা দোয়া হাদিসে রাসুলুল্লাহ ﷺ শিখিয়ে দিয়েছেন।

ইবনে ওমর রা: বলেছেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, যে মানুষের কোনো বিপদ দেখে বলে

الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا

তাকে আল্লাহ তায়ালা ঐ বিপদ থেকে রক্ষা করবেন, সেটা যাই হোক।

অর্থ,
আলহামদুলিল্লাহ, যিনি আমাকে ঐ বিপদ থেকে রক্ষা করেছেন যে বিপদে তোমাকে ফেলেছেন। আর অধিকাংশ সৃষ্টির উপর আমাকে করুনা করেছেন।

ইবনে মাজা ও তিরমিযি শরিফের হাদিস।

উচ্চারন ইউটুবের লিংকে।

25-Sep-2017 2:01 pm

Published
25-Sep-2017