Post# 1506275323

24-Sep-2017 11:48 pm


প্রসংগ : কুরআনের খিদমত


মরিস বুখাইল নামে একজন ফরাসি ছিলেন। কোরআনের আধুনিক বৈজ্ঞানিক প্রমান গুলো প্রথম ডিটেলস আকারে লিপিবদ্ধ করেন। বিজ্ঞানের কোনো কিছু কোরআনের বিপরিত না। একটা মিরাকল।

কিন্তু উনি ছিলেন কোরআনিয়ান। একই বইয়ে উনি প্রমান করে ছেড়েছেন যে হাদিস বিজ্ঞান সম্মত না।


রাশেদ খলিফা নামে একজন মিশরি ছিলেন। কুরআনের ১৯ এর সংখ্যাতত্ব প্রথম আবিষ্কার করেন। যে কোরআন শরিফ ১৯ সংখ্যা দিয়ে মিরাকেলি সিল করা। পরিবর্তিত করার উপায় নেই।

পরবর্তিতে রাশেদ খলিফা নিজেকে নবী দাবি করে কাফের হয়ে যান।


পুরানো কোনো বক্তা যখন ওয়াজ করেন তখন দেখবেন, খুব ভালো বক্তারা অন্য প্রসংগে চলে গেলেও আবার আগের প্রসংগে ফিরে অসতে পারে।

তবে অধিকাংশ বক্তাই এক প্রসংগ থেকে অন্য প্রসংগে এমন ভাবে লাফিয়ে যেতে থাকে যে কোনো কথাই উনি শেষ করতে পারেন না।

NAK এর একটা জিনিস ভালো লাগতো যে উনি আবিষ্কার করেছিলেন কোরআন শরিফে আল্লাহ তায়ালা যেই প্রসংগে নিয়ে সুরা আরম্ভ করতেন আবার ধাপে ধাপে সেই আগের প্রসংগে ফিরে এসে সুরাটা শেষ করেছেন। একটা মিরাক্যল।


ইন্টারেস্টিংলি কোরআনের নতুন কোনো খিদমত আল্লাহ তায়ালা যাদের থেকে নিয়েছেন তাদের অনেককেই পথচ্যুত করেছেন। সেই হাজ্জাজ বিন ইউসুফের যুগে নুকতা হরকত যোগ করা থেকে আরম্ভ।


খিদমতগুলো উম্মাহর জন্য যুগে যুগে রয়ে যায়। খাদেম পথচ্যুত হলেও।
আল্লাহ তায়ালা আমাদের উনার পথের উপর রাখুন।

    Comments:
  • নিচের বিষয়গুলো কভার করা হয় নি:
    "উনাদের রিসার্চ ভুল ছিলো"
    "এগুলো কোনো খিদমত না"
    "উনারা কেউ এগুলো প্রথম করেন নি"
    "ঐ আর্টিক্যলটা পড়েছেন? পড়ে দেখেন...."
    এবং এ ধরনের হাজারো উক্তি।

24-Sep-2017 11:48 pm

Published
24-Sep-2017