১
একালে:
ছেলে দোকানে গিয়ে : "সাতাশ টাকা মানে ইংলিশে কত?"
দোকানদার : "টুয়েনটি সেভেন।"
খুশি হয়ে, "ওহ! আমার কাছে আছে" হাসি মুখে ফিফটি টাকা বাড়িয়ে দেয়।
ইংলিশ মিডিয়াম প্রবলেম। রিয়েল ফেক্ট।
২
সেকালে:
আমি দোকানে গিয়ে, "দাম কত?"
"এটা চার আনা, ওটা পাচ শিকা আর সেটা আট আনা।"
"এ সব কি? আমি বুঝি শুধু টাকা আর পয়সা!"