"সেই দিন আর নাই রে পাগল" :
১
আমাদের কালে পুরো রমজান স্কুল কলেজ বন্ধ থাকতো।
দুর্গা পুজায় বন্ধ থাকতো ১ দিন।
এখন,
দুর্গা পুজায় ৯ থেকে ১২ দিন বন্ধ থাকে।
রমজানে স্কুল কলেজ খোলা।
কেবল ২৭ এ রমজান থেকে ছুটি আরম্ভ।
২
৮০ এর প্রথম দিকে ১লা বৈশাখ কোনো সরকারী ছুটি ছিলো না।
১লা জানুয়ারি ছিলো ছুটি।
১লা বৈশাখ কবে আসতো যেতো শহরের কেউ জানতো না।
তবে গ্রামে সবাই হিসাব রাখতো, উৎসব ছাড়া।
গ্রামে বৈশাখ জৈষ্ঠ দিয়ে চাষের হিসাব রাখতো।
এখন,
১লা জানুয়ারি কোনো ছুটি নেই।
যদিও গ্রামে এখন জানুয়ারি-ফেব্রুয়ারি দিয়ে হিসাব কষে।
বৈশাখ-জৈষ্ঠ বাদ।
তবে ১লা বৈশাখ বাংগালীর ঈদ।
৩
এই ৮২ সাল পর্যন্ত রবিবার ছিলো সপ্তাহিক ছুটি।
শুক্রবার অফিস স্কুল খোলা। শুক্রবার হাফ, জুমার আগে ছুটি।
এবং ছুটি সপ্তাহে ছিলো ১ দিন। দুই দিন না।
এরশাদ কাকু এসে রবিবার ছুটি বাদ দিয়ে শুক্রবার চালু করেন।
"ইসলামের জন্য এরশাদের অবদান" -- টাইটেলে এটা যাবে।