#পথহারা
১
কখনো কি মুসলিমদের পথচ্যুতি দেখে কষ্ট পাও? আশংকা আসে? এত বড় পাপের পর আযাব আসতে দেরি নেই?
কখনো মুসলিমদের উপর আযাব দেখে কষ্ট পাও? জানতে চাও, কেন মুসলিমদের উপর কষ্ট আসছে?
২
কষ্ট আসলে তুমি কোনটা বলো? এ আমাদের পাপের শাস্তি, ঐ কাজ করেছিলাম বলে।
নাকি বলো, এগুলো পরিক্ষা। আমরা হকে আছি। সবর করতে হবে?
৩
সারা বছর আমি বলে এসেছি, ভালো রেজাল্ট করবো।
রেজাল্ট উল্টো। আমি দোষ চাপাই: "খাতা ভুল দেখেছে", "মার্ক কম দিয়েছে", "প্রাইভেট পড়ি নি বলে"।
আমি ঠিক আছি।
৪
হাশরের মাঠ।
কবর থেকে উঠে বহু হাজার মাইল হেটেছি।
রেজাল্ট দেবে।
ফেল করলে আবার চেষ্টা করার উপায় নেই।
দোষ চাপিয়ে মুক্ত হবার উপায় নেই।
আমার কামাই, আমার কাজ।
৫
পথহারা।