Post# 1506174959

23-Sep-2017 7:55 pm



গতকাল ছিলো ইরাক-ইরান যুদ্ধ আরম্ভ হবার ৩৭ বছর পূর্তি।

এর আগের বছর, ইরানে খোমেনি গন অভুত্থান করে ক্ষমতায় আসে, আর ইরাকে সাদ্দাম ক্ষমতায় আসে সামরিক অভুত্থান করে। এই যুদ্ধটা ছিলো আধুনিক যুগের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ দুই দেশের মাঝে।


গতকাল ছিলো আলজেরিয়া গনহত্যার ২০ বছর পূর্তি। এর ৬ বছর আগে ইসলামিষ্টরা নির্বাচনে জিতে, সেনাবাহিনী নির্বাচন বাতিল করে ক্ষমতা দখল করে। আরম্ভ হয় গৃহ যুদ্ধ।

এর মাঝে বিন তালহা এলাকার হত্যাযজ্ঞ ছিলো সবচেয়ে বিভৎস। কে দায়ী? সে প্রশ্ন এখন অস্পষ্ট। কিছু তাকফিরি আইডলজি ছিলো, কিছু সেনাবাহিনীর চর ছিলো।


মুসলিমদের বর্তমান দুর্যোগ কি ১০০ হিজরির উমাইয়াদের পতন, বা ৬০০ হিজরির আব্বাসিদের পতন, বা ১৯০০ সালের উথমানিদের পতন বা এই ১৪০০ হিজরি আরম্ভ হবার সময়কার ফিতনা থেকে বড়?

Remains to be seen.

23-Sep-2017 7:55 pm

Published
23-Sep-2017