Post# 1506153623

23-Sep-2017 2:00 pm


Doomsday calendar.
https://habibur.com/calendar/

You can find explanation here:
https://en.wikipedia.org/wiki/Doomsday_rule

এটা মুখস্ত রাখা সহজ। যদিও তারিখ বের করা অত সহজ না।

১। মাসের তারিখগুলো সবসময় একই জায়গায় থাকে। তাই কিছু দিন ব্যবহার করলে মূখস্ত হয়ে যাবে ২৫ তারিখ কোন কলামে, ১২ তারিখ কোথায়, এভাবে।

২। কলামের উপরে মাসগুলোর নামও একই জায়গায় থাকে। মাসগুলো কোনটা কোন কলামে সেটাও মুখস্ত করে নিতে হবে।

৩। এর পর Tuesday বা মঙ্গলবারকে যেই মাসের নিচে ধরবেন, পুরো ক্যলেন্ডারটা সেই মাসের হয়ে যাবে।

৪। সমনের বছর Tuesday এর বদলে ধরতে হবে Wednesday. গতবছর ছিলো Monday. এরকম। নিচে চার্ট দেয়া আছে বছরগুলোর।

Tuesday হলো এই বছরের জন্য Doomsday. এ থেকে ক্যলেন্ডারের নাম।

ব্যবহার করতে থাকলে লে-আউটটা মনে বসে যাবে। এর পর মনে মনে চিন্তা করে তারিখ বের করে ফেলতে পারবেন। ক্যলেন্ডার লাগবে না।

https://habibur.com/calendar/

23-Sep-2017 2:00 pm

Published
23-Sep-2017