২:২৮২
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ
إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوهُ
وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ
وَلاَ يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّهُ
فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ
وَلْيَتَّقِ اللّهَ رَبَّهُ وَلاَ يَبْخَسْ مِنْهُ شَيْئًا
فَإن كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا
أَوْ لاَ يَسْتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ
হে যারা ঈমান এনেছো,
যখন তোমরা ঋন নাও, কিছু সময়ের জন্য, তবে লিখে রাখো।
লিখক তোমাদের মাঝে লিখে দিবে ঠিক ভাবে।
লিখক লিখতে অস্বীকৃতি জানাবে না, আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন।
লিখবে আর যে ঋন নিয়েছে সে বলে দেবে কি লিখবে।
আল্লাহকে ভয় করবে, তার রব! কিছু কমাবে না।
যে ঋন নিয়েছে সে যদি বোকা, দুর্বল হয় বা বলতে না পারে কি লিখবে,
তবে তার অভিভাবক বলে দিবে, ন্যয় ভাবে।
...
শব্দ,
দাইন-ঋন : بِدَيْنٍ
আবা-অস্বিকার : يَأْبَ
ইউমলিল-বলে দিবে কি লিখবে : وَلْيُمْلِلِ এর রুট/অর্থ আমি ডিকশেনারিতে পেলাম না।
বাখস-কমানো : يَبْخَسْ
সাফাহ-বোকা : سَفِيهًا সুফাহা মানে সাধারন লোক। আগে এসেছে।
সুরা বাকারার আয়াত।
আয়াতটার তিন ভাগের একভাগ অনুবাদ করেছি।
বাকি অংশ কালকে ইনশাল্লাহ।