Post# 1505906624

20-Sep-2017 5:23 pm


তারা কি তবে অপেক্ষায় আছে
যে তাদের কাছে কোনো ফিরিস্তা আসবে,
বা আপনার রব নিজে আসবেন,
বা আপনার রবের কাছ থেকে কোনো প্রমান আসবে?

যে দিন আপনার রবের থেকে প্রমান আসবে,
সে দিন কারো ঈমান তার কাজে আসেবে না,
যদি না সে এর আগেই ঈমান এনে থাকে
এবং ঐ ঈমান নিয়ে সৎ কাজ করে থাকে।

বলে দিন, "তোমরা অপেক্ষায় থাকো। আমরাও অপেক্ষায় আছি।"

যারা নিজেদের দ্বীনকে বিভক্ত করে ভাগ হয়েছে দলে দলে,
তাদের ব্যপারে আপনার কোনো দায় নেই।
তাদের দায়িত্ব আল্লাহর উপর।
উনি তাদেরকে জানাবেন তারা কি করে এসেছে।

যে কোনো সোয়াব নিয়ে আসবে, তার জন্য এর দশ গুন।
যে গুনাহ নিয়ে আসবে, তার সমান পাবে। জুলুম করা হবে না।

বলে দিন, "আমার রব আমাকে সরল পথ দেখিয়েছেন,
সত্য ধর্ম, ইব্রাহীমের ধর্ম, এক খোদার।
উনি মুশরিক ছিলেন না।"

বলে দিন আমার নামাজ, কোরবানী, জীবন, মরন আল্লাহর জন্য!
উনি বিশ্বের রব।

উনার কোনো শরিক নেই।
এর হুকুম আমাকে দেয়া হয়েছে।
আমি মুসলিমদের মাঝে প্রথম।

বলে দিন, "তবে কি আমি আল্লাহকে বাদ দিয়ে রব খুজবো?
অথচ উনি সব কিছুর রব!"
প্রত্যেকের কামাই তার নিজের জন্য।
কেউ অন্যের বোঝা বহন করবে না।
এর পর তোমাদের রবের কাছে ফিরে আসবে।
তোমাদের জানানো হবে যা কিছু নিয়ে তর্ক করতে সে বিষয়ে।

উনি তোমাদেরকে পৃথিবীর খলিফা বানিয়েছেন।
তোমাদের কিছুকে অন্যেদের উপরে সম্মান দিয়েছেন,
এ দিয়ে তোমাদেরকে পরিক্ষা করার জন্য।
তোমার রব দ্রুত শাস্তি দেন!
উনি দয়ালু ক্ষমাময়!

- সুরা আল-আনআম, শেষ পৃষ্ঠা থেকে।

20-Sep-2017 5:23 pm

Published
20-Sep-2017