Post# 1505899404

20-Sep-2017 3:23 pm


৬:১৬৪
قُلْ أَغَيْرَ اللّهِ أَبْغِي رَبًّا
وَهُوَ رَبُّ كُلِّ شَيْءٍ
وَلاَ تَكْسِبُ كُلُّ نَفْسٍ إِلاَّ عَلَيْهَا
وَلاَ تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى
ثُمَّ إِلَى رَبِّكُم مَّرْجِعُكُمْ
فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ
বলে দিন, আমি কি আল্লাহকে বাদ দিয়ে রব খুজবো?
অথচ উনি সব কিছুর রব!
প্রত্যেকের কামাই তার নিজের।
কেউ অন্যের বোঝা বহন করবে না।
এর পর তোমাদের রবের কাছে ফিরবে।
তোমাদের জানানো হবে যা তর্ক করতে সে বিষয়ে।

৬:১৬৫
وَهُوَ الَّذِي جَعَلَكُمْ خَلاَئِفَ الأَرْضِ
وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ
لِّيَبْلُوَكُمْ فِي مَا آتَاكُمْ
إِنَّ رَبَّكَ سَرِيعُ الْعِقَابِ
وَإِنَّهُ لَغَفُورٌ رَّحِيمٌ
উনি তোমাদেরকে পৃথিবীর খলিফা বানিয়েছেন।
তোমাদের কাউকে অন্যেদের উপরে সম্মান দিয়েছেন।
যা দিয়েছেন তা দিয়ে তোমাদেরকে পরিক্ষা করার জন্য।
তোমার রব দ্রুত শাস্তি দেন!
আবার উনি দয়ালু ক্ষমা করেন!

শব্দ,
বালা-পরিক্ষা : لِّيَبْلُوَكُمْ বালা মুসিবত থেকে।
ইকাব-শাস্তি : الْعِقَابِ একই রকম হলো আকিবা-পরিনতি, আগে এসেছে।

এবং সুরা আল-আনআম শেষ।

20-Sep-2017 3:23 pm

Published
20-Sep-2017