৬:১৬০
مَن جَاء بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا
وَمَن جَاء بِالسَّيِّئَةِ فَلاَ يُجْزَى إِلاَّ مِثْلَهَا وَهُمْ لاَ يُظْلَمُونَ
যে কোনো সোয়াব নিয়ে আসবে, তার জন্য এর দশ গুন।
যে গুনাহ নিয়ে আসবে, তার সমান পাবে। জুলুম করা হবে না।
৬:১৬১
قُلْ إِنَّنِي هَدَانِي رَبِّي إِلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ
دِينًا قِيَمًا مِّلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا
وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ
বলে দিন, "আমার রব আমাকে সরল রাস্তা দেখিয়েছেন,
সত্য ধর্ম, ইব্রাহীমের ধর্ম, এক খোদার।
উনি মুশরিক ছিলেন না।"
শব্দ,
কিমত-দাম : قِيَمًا উর্দুতে দাম। আরবীতে এথিকস, পরিমান, দাম, মূল্য সব এই শব্দে।