উখিয়ায় গত রবিবার পর্যন্ত:
কাকরাইলের রোখ নিয়ে এসেছে ৩০০ জামাত।
কাকরাইলের রোখ ছাড়া ঢাকা থেকে গিয়েছে প্রায় এক লাখের মত জামাত।
অন্যান্য ডিষ্ট্রিকট থেকে কত সেটার হিসাব নেই।
এখন আর মেন পাওয়ারের অভাব নেই।
আমার বিশ্বাস আল্লাহর রহমতে এই ধাক্কাটা সামলে যাওয়া গিয়েছে।
তবে এখন যারা নদীর ঐ পাড়ে আছে তাদের কথা চিন্তা।
দ্বিতীয়তঃ এর পর লংগ টার্ম প্লেন কি?
তৃতীয়তঃ সামরিক দিক থেকে এত তুলনার কারন কি? কিছু খবর কি মিস করেছি?