প্রথম দিকে কোন পৃষ্ঠার পর কোন পৃষ্ঠা সেটা নিয়ে কনফিউশন হয়।
এটার সমাধান হিসাবে আমি এই রকম আইকন সেট ব্যবহার করছি। প্রতি ৬ পৃষ্ঠা নিয়ে একটা চার্ট। আইকনগুলো রিপ্রেজেন্ট করে প্রথম আয়াতের টপিক কি।
যেমন সুরা আল-আনআমের দ্বিতীয় ছয় পৃষ্ঠার আইকন সেট এটা। এ দেখে আমি বলতে পারবো পৃষ্ঠাটা কোন আয়াত দিয়ে আরম্ভ হয়েছে।
যেমন এখানে প্রতি পৃষ্ঠার প্রথম আয়াত:
১। ফা *কুতিয়া* দাবিরুল কাওমিল্লাদিনা যালামু...
২। ওকাদালিকা *ফাতান্না* বা'দাহুম বি বা'দিন...
৩। ওহুয়াল্লাদি *ইয়াতাওয়াফফাকুম* বিল লাইলি...
৪। ওমা আলা আল্লাদিনা ইত্তাকুনা মিন *হিসাবিহিম*....
৫। ওয়া ইদ কালা ইব্রাহিমু লি আবিহি আযারা...
৬। আল্লাদিনা আমানু ওয়ালাম *ইয়ালবিসু* ইমানাহুম বি যুলমিন....
উপরে স্টার দেয়া শব্দের অর্থ নিয়ে আইকন তৈরি করা হয়েছে।
এটা একটা পদ্ধতি। ধীরে শিখতে থাকলে এইরকম কোনো সমস্যাটা হবে না। তবে দ্রুত এক পৃষ্ঠার পর অন্য পৃষ্ঠা শিখতে থাকলে প্রথম দিকে এটা কাজে লাগে।
আর raw memorization এর ক্ষেত্রে এরকম কিছু লাগবে না। তবে অর্থ ধরে শিখতে গেলে এটা কাজে লাগে।
এই রকম চারটা পাতা দিয়ে এই সুরার সবগুলো পৃষ্ঠা কভার হয়ে যায়।