Post# 1505748929

18-Sep-2017 9:35 pm


এতিমদের মালের কাছে যাবে না
ভালো উদ্যেশ্য ছাড়া, যতক্ষন না সে বয়সে পৌছে।
ওজন-পরিমান পূর্ন করো ন্যয় ভাবে।
আমি কাউকে সাধ্যের বেশি কষ্ট দেই না।
আর কথায় ন্যয়নিষ্ঠ হও, যদিও আপনজনের ব্যপারে হয়।
আল্লাহর ওয়াদা পূর্ন করো।
এ তোমারদের জন্য নির্দেশ, যেন মনে রাখো।

এ আমার সোজা পথ, এ পথে চলো।
অন্য পথগুলোতে চলো না, এ পথ থেকে সরে যাবে।
এ তোমাদের জন্য নির্দেশ, যেন তাকওয়া করো।

এর পর মুসাকে কিতাব দিয়েছি,
পূর্নাঙ্গ তার জন্য যে সৎ কাজ করে,
সব কিছুর ব্যখ্যা, হিদায়াত, রহমত দিয়ে।
যেন আল্লাহর সাথে সাক্ষাতে তারা বিশ্বাসি হয়।

এটা কিতাব। নাজিল করেছি বরকতময় করে।
এর অনুসরন করো, ভয় করো, যেন তোমরা রহমত পাও।

পাছে তোমরা বলো, "কিতাব আমাদের আগে দুই দলের উপর নাজিল হয়েছিলো।
আমরা জানতাম না এতে কি ছিলো।"

বা বলো, "যদি আমাদের উপর কিতাব নাজিল হতো
তবে তাদের থেকে বেশি সৎপথে থাকতাম।"
এখন তোমাদের রব থেকে স্পষ্ট প্রমান, হিদায়াত, রহমত এসেছে।
তার থেকে বড় জালিম কে, যে আল্লাহর আয়াতকে মিথ্যা বলে?
আর তা এড়িয়ে চলে।
যারা আমার আয়াত এড়িয়ে চলে তাদের জন্য জঘন্য শাস্তি এড়িয়ে চলার জন্য।

- সুরা আল-আনআম, পৃষ্ঠা ২২ থেকে।

18-Sep-2017 9:35 pm

Published
18-Sep-2017