Post# 1505717692

18-Sep-2017 12:54 pm


৬:১৫৬
أَن تَقُولُواْ إِنَّمَا أُنزِلَ الْكِتَابُ عَلَى طَآئِفَتَيْنِ مِن قَبْلِنَا
وَإِن كُنَّا عَن دِرَاسَتِهِمْ لَغَافِلِينَ
হয় বলবে, "কিতাব আমাদের আগে দুই দলের উপর নাজিল হয়েছিলো।
আমরা জানতাম না এতে কি ছিলো।"

৬:১৬৭
أَوْ تَقُولُواْ لَوْ أَنَّا أُنزِلَ عَلَيْنَا الْكِتَابُ لَكُنَّا أَهْدَى مِنْهُمْ
فَقَدْ جَاءكُم بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ
فَمَنْ أَظْلَمُ مِمَّن كَذَّبَ بِآيَاتِ اللّهِ وَصَدَفَ عَنْهَا
سَنَجْزِي الَّذِينَ يَصْدِفُونَ عَنْ آيَاتِنَا سُوءَ الْعَذَابِ بِمَا كَانُواْ يَصْدِفُونَ
বা বলবে, "যদি আমাদের উপর কিতাব নাজিল হতো
তবে তাদের থেকে বেশি সৎপথে থাকতাম।"
এই যে তোমাদের রব থেকে স্পষ্ট প্রমান, হিদায়াত, রহমত এসেছে।
তার থেকে বড় জালিম কে, যে আল্লাহর আয়াতকে মিথ্যা বলে?
আর তা এড়িয়ে চলে।
যারা আমার আয়াত এড়িয়ে চলে তাদের জঘন্য শাস্তি দেবো এড়িয়ে চলার জন্য।

শব্দ,
সাদাফ-এড়ানো : وَصَدَفَ
সুয়-খারাপ : سُوءَ

18-Sep-2017 12:54 pm

Published
18-Sep-2017