Post# 1505666806

17-Sep-2017 10:46 pm


বাজারে দাম বাড়ে কমে demand-supply curve দিয়ে।

তবে সাধারন মানুষরা মনে করে: অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ায় কমায়, নিজেদের স্বার্থে।

কোনো দেশের সরকার যদি দাম বাড়ার পরে ব্যবসায়ীদের উপর ক্রেক ডাউন আরম্ভ করে তবে এর পর সাধারনতঃ খোলা বাজার থেকে সেই পন্য উধাউ হয়ে যায়।

এর পর রেশন থেকে সরকারের সিলেকটেড লোকদের অর্ধেক বা আরো কম দামে সেটা সাপ্লাই দেয়া হয়।
আর আমাদের মত আন-প্রেভিলেজড লোকদের কিনতে হয় কালো বাজার থেকে দ্বিগুন বা তিনগুন দামে।

সর্বশেষ ভেনেজুয়েলাতে এই রকম হয়েছে।

আজকে ক্রেকডাউনের পর চালের দাম একই ফরমুলা ফলো করে কিনা সেটা দেখার অপেক্ষায়।

watching...

    Comments:
  • উপরে চালের দাম দ্বিগুন হবে বলা হয় নি। যদি তাই বুঝে থাকেন তবে এই স্টেটাস পড়া আপনার জন্য বিপদজনক।

17-Sep-2017 10:46 pm

Published
17-Sep-2017