Post# 1505609892

17-Sep-2017 6:58 am


Changes:

বাংলাদেশের সাথে সম্ভাব্য যুদ্ধের ব্যপারে যুগ যুগ ধরে সবাই ইন্ডিয়া ইন্ডিয়া করে আসছিলো। এখন রেপিডলি সব চেইঞ্জড। আজকে রয়টার্স, নিউজউইকের আর্টিক্যল : বার্মা-বাংলাদেশের যুদ্ধ লাগবে কি লাগবে না সে এনালাইসিস।


বুদ্ধরা ছিলো ইতিহাসে সবচেয়ে শান্তিপ্রীয় জাতি। তাদের inner peace এর জন্য। একারনে সংস্কৃতিমনা-সেকুলারদের প্রীয় ধর্ম ছিলো এটা। বিদেশের বৌদ্ধ মঠগুলোতে হাজার হাজার পশ্চিমা সাদা চামড়া inner peace প্রেকটিস করে। আমাদের Steve Jobs, Beatles সব এই ধারায়।

এখন এদের হাতে নাংগা তলোয়ার।
অন্যান্য দেশের বুদ্ধরাও তাদের পক্ষে রেলি করছে।


ভাতৃত্বের নাম নিয়ে সৌদিতে কেউ যদি কাতারের পক্ষে টুইটও করে তবুও তাকে গ্রেফতার করা হচ্ছে। এই বিভাজনে যে চুপ থাকবে সে দোষি, সৌদি সরকারের চোখে। এক্সপ্লিসিটলি তারা এটা বলে দিয়েছে।


এই বছরটা সবচেয়ে শান্তির গিয়েছে। একটা টার্নিং পয়েন্ট। সামনে বহু দিন পর্যন্ত এরকম শান্তির বছর আসবে বলে মনে হয় না।


মধ্যপ্রাচ্যের খবর কি পাঞ্জেরি? হলুদ পতাকা জিতেছে।
বাকিরা সব এখন কিতাবের গল্প।

    Comments:
  • তবে যখন আমি বলতাম হলুদ জিতবে, পাবলিক ক্ষেপে আমার চৌদ্দ গুস্টি উদ্ধার করতো। আমার দুঃখের কথা এজন্য এখন হৃদয়ে রাখি, "শুধালো না মোরে কেহ" :-P

17-Sep-2017 6:58 am

Published
17-Sep-2017