Post# 1505608433

17-Sep-2017 6:33 am


৬:১৫২
وَلاَ تَقْرَبُواْ مَالَ الْيَتِيمِ
إِلاَّ بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّى يَبْلُغَ أَشُدَّهُ
وَأَوْفُواْ الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ
لاَ نُكَلِّفُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا
وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُواْ وَلَوْ كَانَ ذَا قُرْبَى
وَبِعَهْدِ اللّهِ أَوْفُواْ
ذَلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

এতিমদের মালের কাছে যাবে না
ভালো উদ্যেশ্য ছাড়া, যতক্ষন না সে বয়সে পৌছে।
ওজন-পরিমান পূর্ন করো ন্যয় ভাবে।
কাউকে সাধ্যের বেশি কষ্ট আমি দেই না।
কথায় ন্যয়নিষ্ঠ হও, যদিও আপনজনের ব্যপারে হয়।
আল্লাহর ওয়াদা পূর্ন করো।
এ তোমারদের জন্য নির্দেশ, যেন মনে রাখো।

শব্দ,
ওয়াফা-পূর্ন করা : وَأَوْفُواْ এ থেকে ওফাত-মৃত্যু মানে তার কাজ পূর্ন।
কাইলা-আয়তন পরিমান : الْكَيْلَ যেমন লিটার।
মিজান-ওজনে পরিমান : وَالْمِيزَانَ পাল্লা।
কিস্ত-ন্যয় : بِالْقِسْطِ মনে রাখতে কিস্তির টাকা।
তকলিফ-কষ্ট : نُكَلِّفُ উর্দুতে একই।
ওসাআ-বিস্তার : وُسْعَهَا উসআ-সেই বিস্তারের কেপাসিটি।
কুরবা-নিকট আত্মিয় : قُرْبَى কারিব-কাছে থেকে কুরবা কাছের আত্মিয়।

৬:১৫৩
وَأَنَّ هَـذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ
وَلاَ تَتَّبِعُواْ السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ
ذَلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
এ আমার সোজা পথ, এ পথে চলো।
অন্য পথগুলোতে চলো না, এ পথ থেকে সরে যাবে।
এ তোমাদের জন্য নির্দেশ, যেন তাকওয়া করো।

শব্দ,
সাবিল-পথ : السُّبُلَ সুবুল বহুবচনে।

17-Sep-2017 6:33 am

Published
17-Sep-2017