১
যা তুমি বদলাতে পারবে না, সেটা নিয়ে অভিযোগ করে লাভ নেই। একে বাস্তবতা ধরে নাও, এর পর তোমার করনীয় ঠিক করো।
২
তিন ঘন্টার পরীক্ষা।
পৃথিবী = তোমার পরিক্ষার রুম।
মৃত্যু = পরীক্ষা শেষ। এর পর তুমি ফ্রী।
মিজান = রেজাল্ট নেবার দিন।
পাশ করার পুরস্কার = বাগানে সুন্দর একটা বাড়ি।
ফেল করলে আগুনে।
৩
তিন ঘন্টা যদি তোমার পরীক্ষার জন্য যথেষ্ট মনে না করো, তবে কত ঘন্টা পরিক্ষা দিলে তুমি পাশ করবে?
বাইরে বন্ধুরা অপেক্ষায় আছে।
পরীক্ষা শেষ করে বের না হলে, তুমি তাদের সাথে দেখা করতে পারবে না।