তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে,
তবে বলে দিন "তোমাদের রব বিস্তৃত রহমতের মালিক।
তবে পাপিদের থেকে উনার শাস্তি সরবে না।"
যারা শিরক করে তারা বলবে,
"আল্লাহ চাইলে আমরা, বাপ-দাদারা শিরক করতো না।
আমরা কিছু হারাম করতাম না।"
তাদের আগের লোকেরাও একই মিথ্যা বলতো,
যতক্ষন না আমার শাস্তির স্বাধ পেয়েছিলো।
বলেন, "তোমরা জানো? দেখাও, কিভাবে।
বরং তোমরা ধারনার পেছনে ছুটছো।
এ তোমাদের আন্দাজ।"
বলে দিন, "তবে চুড়ান্ত যুক্তি আল্লাহর।
যে উনি চাইলে তোমাদের সবাইকে হিদায়াত দিয়ে দিতে পারতেন।"
বলে দিন, "নিয়ে আসো তোমাদের সেই সাক্ষিকে
যে সাক্ষ্য দেবে এই সব আল্লাহ হারাম করেছেন।"
তারা সাক্ষ্য দিলে, আপনি তাদের সাথে সাক্ষ্য দেবেন না।
তাদের ইচ্ছা মত চলবেন না
যারা আমার আয়াতকে মিথ্যা বলে,
যারা আখিরাতে বিশ্বাস করে না,
যারা অন্যদেরকে তাদের রবের সমান মনে করে।
বলে দিন,
এসো বলে দেই তোমাদের রব কি হারাম করেছেন।
তোমাদের রবের সাথে শিরক করবে না।
পিতা-মাতার সাথে এহসান করবে।
দারিদ্রতার কারনে সন্তানদের হত্যা করবে না,
তাদেরকে-তোমাদেরকে আমি খাওয়াই।
খারাপ কাজের কাছে যাবে না, গোপন বা খোলামেলা।
আল্লাহ যা নিষেধ করেছেন তাদেরকে হত্যা করবে না, ন্যয়ভাবে ছাড়া।
এই তোমাদের প্রতি নির্দেশ, যেন তোমরা বুঝো।
- সুরা আল-আনআম, পৃষ্ঠা ২১ থেকে।