Post# 1505539725

16-Sep-2017 11:28 am


৬:১৫১
قُلْ تَعَالَوْاْ أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ
أَلاَّ تُشْرِكُواْ بِهِ شَيْئًا
وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
وَلاَ تَقْتُلُواْ أَوْلاَدَكُم مِّنْ إمْلاَقٍ
نَّحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ
وَلاَ تَقْرَبُواْ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ
وَلاَ تَقْتُلُواْ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللّهُ إِلاَّ بِالْحَقِّ
ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ

বলে দিন,
এসো বলে দেই তোমাদের রব কি হারাম করেছেন।
তোমাদের রবের সাথে শিরক করবে না।
পিতা-মাতার সাথে এহসান করবে।
দারিদ্রতার কারনে সন্তানদের হত্যা করবে না,
তাদেরকে-তোমাদেরকে আমি খাওয়াই।
খারাপ কাজের কাছে যাবে না, গোপন বা খোলামেলা।
আল্লাহ যাদের নিষেধ করেছেন তাদের হত্যা করবে না, ন্যয়ভাবে ছাড়া।
এ তোমাদের প্রতি নির্দেশ, যেন তোমরা বুঝো।

শব্দ,
ইমলাক-দারিদ্রতা : إمْلاَقٍ মুলক-রাজত্ব : ملك যদি ك দিয়ে হয়, আর ق দিয়ে হলে দারিদ্রতা, অর্থ উল্টো হবে। সহজে মনে রাখতে।
ওয়াসসা-উপদেশ নির্দেশ : وَصَّاكُمْ আগের পৃষ্ঠায় এসেছিলো।

16-Sep-2017 11:28 am

Published
16-Sep-2017