Post# 1505523325

16-Sep-2017 6:55 am


৬:১৪৯
قُلْ فَلِلّهِ الْحُجَّةُ الْبَالِغَةُ فَلَوْ شَاء لَهَدَاكُمْ أَجْمَعِينَ
বলে দিন, "তবে চুড়ান্ত যুক্তি আল্লাহর।
উনি চাইলে তোমাদের সবাইকে হিদায়াত দিয়ে দিতে পারতেন।"

শব্দ,
হুজজত-তর্ক : الْحُجَّةُ
বালিগা-পৌছা : الْبَالِغَةُ এখানে, শেষ যুক্তি, সবচেয়ে উপরের যুক্তি

৬:১৫০
قُلْ هَلُمَّ شُهَدَاءكُمُ الَّذِينَ يَشْهَدُونَ أَنَّ اللّهَ حَرَّمَ هَـذَا
فَإِن شَهِدُواْ فَلاَ تَشْهَدْ مَعَهُمْ
وَلاَ تَتَّبِعْ أَهْوَاء الَّذِينَ كَذَّبُواْ بِآيَاتِنَا
وَالَّذِينَ لاَ يُؤْمِنُونَ بِالآخِرَةِ وَهُم بِرَبِّهِمْ يَعْدِلُونَ
বলে দিন, "নিয়ে আসো তোমাদের সাক্ষিকে!
যে সাক্ষ্য দেবে এই সব আল্লাহ হারাম করেছেন।"
তারা সাক্ষ্য দিলে, তাদের সাথে সাক্ষ্য দেবেন না।
যারা আমার আয়াতকে মিথ্যা বলে তাদের ইচ্ছা মত চলবেন না।
যারা আখিরাতে বিশ্বাস করে না, তারা অন্যদের তাদের রবের সমান করে।

শব্দ,
হেলুম্মা-come on! : هَلُمَّ
আদল-সমান বিচার : يَعْدِلُونَ আদল ইনসাফ থেকে।

২১ পৃষ্ঠা শেষ।

16-Sep-2017 6:55 am

Published
16-Sep-2017