Post# 1505436532

15-Sep-2017 6:48 am


৬:১৪৭
فَإِن كَذَّبُوكَ فَقُل رَّبُّكُمْ ذُو رَحْمَةٍ وَاسِعَةٍ
وَلاَ يُرَدُّ بَأْسُهُ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ
যদি তারা আপনাকে মিথ্যাবাদী বলে,
তবে বলে দিন "তোমাদের রব বিস্তৃত রহমতের মালিক।
তবে পাপিদের থেকে উনার শাস্তি সরবে না।"

শব্দ,
বাআস-খারাপ কিছু : بَأْسُهُ

৬:১৪৮
سَيَقُولُ الَّذِينَ أَشْرَكُواْ
لَوْ شَاء اللّهُ مَا أَشْرَكْنَا وَلاَ آبَاؤُنَا
وَلاَ حَرَّمْنَا مِن شَيْءٍ
كَذَلِكَ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِم
حَتَّى ذَاقُواْ بَأْسَنَا
قُلْ هَلْ عِندَكُم مِّنْ عِلْمٍ فَتُخْرِجُوهُ لَنَا
إِن تَتَّبِعُونَ إِلاَّ الظَّنَّ
وَإِنْ أَنتُمْ إَلاَّ تَخْرُصُونَ
যারা শিরক করে তারা বলবে,
"আল্লাহ চাইলে আমরা, বাপ-দাদারা শিরক করতো না।
কিছু হারাম করতাম না।"
তাদের আগের লোকেরাও একই মিথ্যা বলতো,
যতক্ষন না আমার শাস্তির স্বাধ পেয়েছিলো।
বলেন, "তোমরা জানো? দেখাও, কিভাবে।
বরং তোমরা একটা ধারনার পেছনে চলছো।
এ তোমাদের আন্দাজ।"

শব্দ,
খারাস-মিথ্যা ধারনাপ্রসূত কথা : تَخْرُصُونَ আগে এসেছে

15-Sep-2017 6:48 am

Published
15-Sep-2017