আট জোড়া - দুটো ভেড়া, দুটো ছাগল।
বলে দিন, "উনি কি নর দুটো হারাম করেছেন? নাকি মাদি দুটো?
নাকি যে দুটো গর্ভে আছে?
জেনে বলো, যদি সত্যবাদি হও।"
আর দুটো উট, দুটো গরু।
বলে দিন, "উনি কি নর দুটো হারাম করেছেন? নাকি মাদি দুটো?
নাকি যে দুটো গর্ভে আছে?
তোমরা দেখেছিলে আল্লাহকে এ শিক্ষা দিতে?"
তার থেকে বড় জালিম কে? যে আল্লাহকে নিয়ে মিথ্যা বানিয়ে বলে
মানুষকে না জেনে পথভ্রষ্ট করতে।
আল্লাহ জালেমদের পথ দেখান না।
বলে দিন, আমার কাছে যে ওহি আসে
তাতে খাওয়ার মত হারাম কিছু পাই নি এ ছাড়া-
মৃত, রক্ত যেটা গড়িয়ে পড়ে, শুকরের গোস্ত যা অপবিত্র,
যা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই হয়েছে, এ পাপ।
কিন্তু যে নিরুপায়, অনিচ্ছায় আর মাত্রা না ছাড়ায়-
তবে আপনার রব দয়ালু ক্ষমাশীল।
ইহুদিদের জন্য হারাম করেছিলাম সব পশু যার থাবা আছে।
আর ভেড়া আর গরুর চর্বি, তবে
যা পিঠ, পেট আর হাড়ের সাথে থাকে তা ছাড়া।
এটা তাদের অবাধ্যতার শাস্তি, আমি সত্য বলি।
- সুরা আল-আনআম, পৃষ্ঠা ২০ থেকে।
- Comments:
- I strongly believe you can figure these out yourself better than me. As I have almost never visited Chittagong barring CoxBazar. Let alone the far south.
- শরিয়ার বইয়ে উত্তর আছে। আমার জানা নেই। তবে আমি জানি হারাম। এটা নিয়ে অনেক বছর আগে একটা তর্ক উঠেছিলো দেশে খরগোশ খাওয়া যায় কি না সেটা নিয়ে। এর থাবা আছে কিন্তু এটা তৃনভোজী। তৃনভোজী খাওয়া যায়, থাবা খাওয়া যায় না। ফতোয়া কি হবে?
এখানে কোনো কংক্লুশন দিলাম না। শুধু বললাম প্রশ্নগুলো deep.