Post# 1505264790

13-Sep-2017 7:06 am


৬:১৪৩
ثَمَانِيَةَ أَزْوَاجٍ مِّنَ الضَّأْنِ اثْنَيْنِ وَمِنَ الْمَعْزِ اثْنَيْنِ
قُلْ آلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ الأُنثَيَيْنِ
أَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ الأُنثَيَيْنِ
نَبِّؤُونِي بِعِلْمٍ إِن كُنتُمْ صَادِقِينَ
আট জোড়া। এর দুটো ভেড়া, দুটো ছাগল।
বলে দিন, উনি কি নর দুটো হারাম করেছেন? নাকি মাদি দুটো?
নাকি যে দুটো গর্ভে আছে?
আমাকে জেনে বলো, যদি সত্যবাদি হও।

শব্দ,
দাআন-ভেড়া : الضَّأْنِ
মাআজ-ছাগল : الْمَعْزِ এই দুটো শব্দ ক্রড মুখস্ত। কোনো কাছা কাছি শব্দ পেলাম না।

শামিল-ভেতরে আছে : اشْتَمَلَتْ শামিল করা। ভেতরে রাখা।

৬:১৪৪
وَمِنَ الإِبْلِ اثْنَيْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَيْنِ
قُلْ آلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ الأُنثَيَيْنِ
أَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ الأُنثَيَيْنِ
أَمْ كُنتُمْ شُهَدَاء إِذْ وَصَّاكُمُ اللّهُ بِهَـذَا
فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللّهِ كَذِبًا
لِيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍ
إِنَّ اللّهَ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
আর দুটো উট, দুটো গরু।
বলে দিন, উনি কি নর দুটো হারাম করেছেন? নাকি মাদি দুটো?
নাকি যে দুটো গর্ভে আছে?
তোমরা কি দেখেছিলে আল্লাহকে এমন শিক্ষা দিতে?
তার থেকে বড় জালিম কে? যে আল্লাহকে নিয়ে মিথ্যা বানিয়ে বলে
মানুষকে না জেনে পথভ্রষ্ট করতে!
আল্লাহ জালেমদের পথ দেখান না।

শব্দ,
ইবিল-উট : الإِبْلِ জিমাল, নুক, ইবিল সবগুলোর অর্থ উট।
ওসাআ-উপদেশ : وَصَّاكُمُ এর রুট وَصَى আর ওয়াসওয়াসা ভিন্ন শব্দ, সেটা সিন দিয়ে।

আয়াত দুটোর অর্থ বুঝতে তফসির দেখতে হবে।

13-Sep-2017 7:06 am

Published
13-Sep-2017