Post# 1505210676

12-Sep-2017 4:04 pm


তারা বলে "এ জন্তু-ফসল নিষিদ্ধ।
কেউ খেতে পারবে না, যাদেরকে বলি তারা ছাড়া।"
ধারনা থেকে কথা।
আর কিছু পশুর ব্যপারে বলে, "এদের পিঠে চড়া নিষেধ।"
কিছু পশু আল্লাহর নাম না নিয়ে জবাই করে।
এসব আল্লাহর নামে বানানো কথা।
কথা বানানোর শাস্তি উনি তাদের দেবেন।

তারা বলে "এই পশুগুলো গর্ভে যা আছে
তার ভাগ পুরুষরা পাবে! মহিলাদের জন্য নিষেধ।
তবে বাচ্চা যদি মৃত হয় তবে সবার ভাগ সমান।"
এরকম ব্যখ্যা দেবার শাস্তি উনি তাদের দেবেন।
উনি জ্ঞানি, জানেন।

নিজেদের সন্তানদের যারা হত্যা করেছে, তাদের ক্ষতি হয়েছে।
বোকার মত, না জেনে।
আর আল্লাহর দেয়া রিজিক যারা হারাম করে
আল্লাহর নামে বানানো কথা বলে,
তারা পথভ্রষ্ট, পথপ্রাপ্ত না।

উনি বাগান দিয়েছেন, লতা, লতা না।
খেজুর গাছ, বিভিন্ন ফসল।
জলপাই, ডালিম, একই রকম, বিভিন্ন রকম।
সে ফল খাও যখন ফলে।
আর এর হক দিয়ে দাও, ফসল কাটার দিনে।
তবে অপচয় করো না, উনি অপচয়কারীকে ভালোবাসেন না।

পশু দিয়েছেন মাল বহন আর গোস্তের জন্য।
খাও আল্লাহর দেয়া রিজিক থেকে।
শয়তানের পথ অনুসরন করো না, সে স্পষ্ট শত্রু।

- সুরা আল-আনআম, পৃষ্ঠা ১৯ থেকে।

12-Sep-2017 4:04 pm

Published
12-Sep-2017